পুলিশের অতিরিক্ত আইজি ও ডিআইজি পদে পদোন্নতি যেকোনো সময়

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইতিমধ্যে পুলিশের শীর্ষ ও শীর্ষস্থানীয় কয়েকটি বিতর্কিত ও আলোচিত পদে রদবদল হয়েছে। বহুল বিতর্কিত কয়েকজন কর্মকর্তাকে অবসরে কিংবা সরিয়ে নেওয়া হয়েছে। তবে গত প্রশাসনের নিয়োগ দেওয়া গুরুত্বপূর্ণ অধিকাংশ বিভাগ, রেঞ্জ ও মেট্রোপলিটনে এখনো রদবদল হয়নি বা পদায়ন হয়নি।
এসবি ও সিআইডির প্রধানকে সরিয়ে দেওয়ার পর এসবিতে রেলওয়ে পুলিশের প্রধানকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু খালি রয়েছে সিআইডি। সিটিটিসি, এটিইউ, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাসট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, শারদা একাডেমি, রেঞ্জ পুলিশ (রংপুর ছাড়া), মেট্রোপলিটন পুলিশ (ঢাকা বাদে) এমন জায়গায় হাত পড়েনি এখনো। তবে এসব জায়গায় রদবদল আসন্ন। এরই প্রস্তুতি হিসেবে অতিরিক্ত আইজি ও ডিআইজি পদে পদোন্নতির তালিকা চূড়ান্ত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে অতিরিক্ত আইজি ও ডিআইজি পদে পদোন্নতি অনুমোদন হতে পারে। এবং এদিনই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এই দুই র্যাংকে অর্ধশতাধিক কর্মকর্তার পদোন্নতি হতে পারে। তারা প্রায় সবাই আগের প্রশাসনে বঞ্চিত ছিলেন বলে জানা যায়। কারো রাজনৈতিক আবার কারো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে পদোন্নতি আটকে ছিল। এসব পদে পদোন্নতির পর দ্রুতই বিভিন্ন বিভাগ, রেঞ্জ ও মেট্রোপলিটনে রদবদল ও পদায়ন করা হবে।
জানা গেছে, পুলিশের প্রায় সব বিভাগ থেকে বিভিন্ন স্তরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের নামের তালিকা পুলিশ অধিদপ্তরে জমা হয়েছে। সেগুলো এখন বাছ-বিচার চলছে। বিশেষ করে যাদের পদোন্নতি রাজনৈতিক কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে আটকা ছিল, সেগুলো বিবেচনায় অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।
দেশের প্রায় সব জেলায় পুরনো এসপিরা এখনো বহাল। সেখানেও শিগগিরই রদবদল আসছে বলে জানান একজন কর্মকর্তা। অতিরিক্ত আইজি ও ডিআইজি র্যাংকের পদোন্নতির পর ধারাবাহিকভাবে আসবে অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে পদোন্নতির বিষয়টি। তাও দ্রুতই অনুমোদন হবে বলে জানান সূত্র।
বিভিন্ন বিভাগে এসব পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল শুরু হয়েছে ইতোমধ্যে। সবচেয়ে বেশি রদবদলের কথা জানা যায় পুলিশের বিশেষ শাখা এসবিতে।
ছাত্র আন্দোলনের জেরে উদ্ভুত ঘটনায় মাঠ পর্যায়ে বড় ধরনের ধাক্কা খায় পুলিশ বাহিনী। তাদের মনোবল ফিরিয়ে আনতেও সেখানে বড় রদবদল দরকার বলে জানান পুলিশ অধিদপ্তরের একজন কর্মকর্তা। সেখানে পুলিশ সদস্যদের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে নিয়োগ ও পদোন্নতিতে আনা হচ্ছে সংস্কার। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে।
গত ১৫ আগস্ট এ-সংক্রান্ত এক আদেশে জানা যায়, এসআই পদের ৭৫ শতাংশ পূরণ করা হবে বিভাগীয় কর্মকর্তা দিয়ে এবং ২৫ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হবে। সার্জেন্ট মার্জ করে সাব ইন্সপেক্টর (এসআই) এবং এটিএসআইকে মার্জ করে এএসআইয়ে রূপান্তর করার কথা বলা হয় তাতে।
এদিকে প্রায় এক সপ্তাহ পুলিশবিহীন থাকার পর দেশের ৬৩৯ থানার সব কটিতেই কার্যক্রম শুরু হয় ১৫ আগস্ট। এর মধ্যে মহানগরের (মেট্রোপলিটন) ১১০টি এবং জেলা পর্যায়ের থানা রয়েছে ৫২৯টি। আর রেলওয়ে পুলিশের ২৪টি থানার সব কটিই পুরোদমে কার্যক্রম চালছে বলে জানা গেছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে ছাড়া দেশের বেশিরভাগ থানা এখনো পুরোদমে কাজের জন্য প্রস্তুত নয়। পুলিশের স্বাভাবিক টহল পুরো গতি পায়নি। আগের মতো স্বাভাবিক কার্যক্রমে যেতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
মাঠ পর্যায়ে পুলিশের কাজে গতি এনে মনোবল বাড়ানোর জন্য সেখানে বড় ধরনের রদবদল আসবে বলে জানিয়েছেন পুলিশ অধিদপ্তরের একজন কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/মোআ)

মন্তব্য করুন