কুবিতে উপাচার্য ও উপ-উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১৪:৩৭| আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৫:০৫
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুসহ তিন দফা দাবি পেশ করেছেন তারা।

রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের নিকট এই দাবিসমূহ পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তাদের দাবিসমূহ হলো– রেজিস্ট্রার দপ্তর থেকে উপাচার্য এবং উপ-উপাচার্য দপ্তরে কোনো নথি আদানপ্রদান হবে না, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কোনো প্রকার (অনলাইন/ অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবে না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশীরের শ্রেণি কার্যক্রম করতে হবে।

এই বিষয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, 'এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তারা যদি এখনো আবার শিক্ষার্থীদের সাথে এমন করেন তাহলে আমরা ধরে নিবো তারা ফ্যাসিস্টদের দোসর এবং তাদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নিবে।’

দাবিসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, 'আমি নিজেও এই আওয়ামী সরকারের দ্বারা বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে আমাকে তারা বসতে দেয়নি। শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই আজ আমি আমার পদে আসতে পেরেছি। আমি শিক্ষার্থীদের সাথে আছি। তাদের দাবিসমূহ সম্পন্ন করতে প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন আমি সকল সহযোগিতা করবো।’

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
হাতিরঝিলে পেশাদার মাদক কারবারিসহ ১১ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা