জবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের পদত্যাগে ২৪ ঘণ্টা সময়

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১৫:১৪
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় চেয়ারম্যানের স্বেচ্ছায় পদত্যাগের জন্য এ সময় দেন তারা।

এদিকে দুপুর সাড়ে ১২টায় চেয়ারম্যান জহির উদ্দিনের পদত্যাগের দাবিতে রফিক ভবনের সামনে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। সময় তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এরপর দুপুর ১টায় বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মার্কেটিং বিভাগের অধ্যাপক . মো. হুমায়ুন কবীর চৌধুরী। তিনি বলেন, ‘আপনাদের কিছু যৌক্তিক দাবি-দাওয়া আমার কাছে এসেছে। চেয়ারম্যানকে বরখাস্ত করতে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে বিভাগের শিক্ষক হিসেবে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি নিশ্চিত করব।’

এর আগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতেস্পষ্ট বিবৃতিশিরোনামে একটি বিবৃতিও দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সব শিক্ষার্থী গভীর উদ্বেগ ক্ষোভের সঙ্গে বিবৃতি প্রকাশ করছি যে, আমাদের চেয়ারম্যান চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করেন এবং আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ভয়ভীতিমূলক আচরণ করেন।

‘এ ছাড়া চেয়ারম্যান জহির উদ্দিন আরিফের কারণে বিভাগের শিক্ষার মান হ্রাস পেয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অবহেলার শিকার হয়ে আসছে।

‘অতএব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।’

(ঢাকাটাইমস/১৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাপলা চত্বরে ‘গণহত্যা’র জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলার দাবি মাহমুদুর রহমানের
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা