এমপি আনার হত্যায় চার্জশিট, মৃত্যুর কারণ জানে না কলকাতা সিআইডি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৪, ২১:৩৩
অ- অ+

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার চার্জশিটে মৃত্যুর কারণ জানাতে পারেনি কলকাতা সিআইডি।

গত শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত আদালতে প্রায় ১২০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। আনার হত্যা মামলার অভিযোগপত্র অভিযোগ দায়েরের ৮৭ দিনের মাথায় পেশ করা হয়েছে।

চার্জশিটে গ্রেপ্তার ‘কসাই’ জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামের নাম আছে। দেশটির প্রচলিত আইন অনুযায়ী হত্যার ঘটনার ৯০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়।

সিআইডি সূত্র জানিয়েছে, চার্জশিটে কসাই জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার চলতি বছরের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান। গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এই হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশেই এই হত্যা হয়েছে বলে জানা গেছে।

খুনের পর সেই লাশের টুকরোগুলোকে দক্ষিণ ২৪ পরগনার জেলার ভাঙ্গ ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। পরে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করে সিআইডির কর্মকর্তারা। যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞরা অনুমান করে সেগুলো মানুষের হাড়।

এরও পরে সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি পরিমাণ মাংস। উদ্ধার হওয়া ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই মাংসের টুকরোগুলো পুরুষ মানুষের। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি।

ডিএনএ পরীক্ষার জন্য আনোয়ারুলের পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য পরিবারের কেউ এখনো কলকাতায় যেতে পারেনি।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/কেএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা