সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘অ্যান্টি র্যাগিং কমিটি’ গঠনের নির্দেশ হাইকোর্টের

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধে ‘অ্যান্টি র্যাগিং কমিটি’ গঠন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
২০১৯ সালের ৯ অক্টোবর র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় জন্য অ্যান্টি র্যাগিং কমিটি গঠন ও মনিটরিংয়ের জন্য অ্যান্টি র্যাগিং স্কোয়াড গঠনে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।
আইনজীবী ইশরাত হাসান বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণরা সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হন। সিনিয়ররা নতুনদের গায়ে হাত তোলা, গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা ও নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন করেন।
তবে সেই নোটিশের জবাব না পেয়ে এই আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের নিষ্পত্তি করে রায় দিলেন হাইকোর্টের।
(ঢাকাটাইমস/২১আগস্ট/টিটি/এফএ)

মন্তব্য করুন