হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৪, ২০:৩১
অ- অ+

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার রাত আটটা ২০ মিনিটে বাসভবনে পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা করেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে সবশেষ ২২ জুন রাত ৩টায় হাসপাতালে ভর্তি হোন খালেদা জিয়া। বাসায় ফেরেন ২ জুলাই।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাবন্দি করে আওয়ামী লীগ সরকার।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন। এরপর নানান শারীরিক জটিলতায় আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন জানানো হলেও ছয় মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার।

(ঢাকাটাইমস/২১আগস্ট/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা