মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মুকসুদপুরের বনগ্রামের আরাফাত মুন্সী, উজানী ইউনিয়নের সাবিদ হোসেন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতারা আজ শহীদদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দিনে যেকোনো প্রয়োজনে শহীদদের পরিবারের পাশে থাকার অভিব্যক্তি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবর, এড. তৌফিকুল ইসলাম, সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ: সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ন সম্পাদক শাহিন মিয়া, সহ-সভাপতি মুন্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান সাইদ, মুকসুদপুর পৌরসভা বিএনপির সভাপতি টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাগর মজুমদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ন আহবায়ক আসাদ সিকদার, কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ন আহবায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, রাজীব শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, মুকসুদপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/জেবি/কেএম)

মন্তব্য করুন