অপ্রত্যাশিত বন্যার ক্ষতি থেকে শিক্ষা নিতে হবে: সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, ২২:২৪
অ- অ+

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে জনতার উদ্দেশে সুপ্রদীপ চাকমা আহ্বান জানান।

সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গঞ্জপাড়া উত্তর গঞ্জপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এলাকাবাসী উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে কাছে পেয়ে তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ততার কথা তুলে ধরেন। উপদেষ্টা তাদের কষ্টে সমব্যথী হন। তিনি জেলা প্রশাসককে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ অর্থ রয়েছে। যদি এগুলোতে না কুলোয় তাহলে প্রয়োজনে আমরা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা নেব।’

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গোলাবাড়ী ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবারসামগ্রী বিতরণ করেন। এর আগে উপদেষ্টা শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ৪৫০টি বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণবিতরণের সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ২০৩, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় দুর্গতদের খোঁজ খবর নেওয়াসহ তাদের মাঝে দ্রুত যথাযথ ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা