সতর্ক করল জাতিসংঘ

২০৩০ সালের মধ্যে এশিয়া অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ১৫:১২| আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৫:৪৩
অ- অ+

২০৩০ সালের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ৪০ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তর ইউএনডিআরআর।

বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ইউএনডিআরআরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন পূর্বাভাস দিয়েছেন ইউএনডিআরআরের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কার্যালয়ের প্রধান মার্কো তোসকানো-রিভালতা।

এশিয়া-প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক এই সম্মেলনটি এশিয়া-প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন বা এপিএমসিডিআরআর নামে পরিচিত। সম্মেলনটির লক্ষ্য দুর্যোগ ঝুঁকি এবং স্থিতিস্থাপকতা হ্রাস করার জন্য টেকসই এবং বাস্তবায়নে অংশগ্রহণ নিশ্চিত করা।

অক্টোবরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ৬২টি দেশের মোট ২ হাজার ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্কো বলেন, ‘২০১৫ সালে আমরা বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের যে চুক্তি করেছিলাম, তা থেকে ইতোমধ্যে অনেকটাই সরে এসেছি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন।’

তিনি জানান, জাতিসংঘ প্রত্যাশা করছে— এশিয়া-প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ কর্মসূচিতে নেতৃত্বের জায়গায় থাকবে ফিলিপাইন।

এই প্রত্যাশার পক্ষ যুক্তিও তুলে ধরে তিনি বলেন, ‘বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় এবং অন্তর্ভুক্তির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে ফিলিপাইন একটি মডেল। ফিলিপাইন দেখিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস ইস্যুতে কীভাবে সরকার, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি, বিজ্ঞান এবং শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং স্থানীয় কমিউনিটিকে সংযুক্ত বা অন্তর্ভুক্ত করা যায়।’

সম্মেলনে ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সেক্রেটারি মারিয়া অ্যান্টোনিয়া ইউলো লোয়জাগা বলেন, ‘এপিএমসিডিআরআর-২০২৪ আমাদের একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বিগত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা যা শিখেছি, তা একে অপরের সঙ্গে ভাগ করে এগিয়ে যেতে প্রয়োজনীয় অংশীদারত্বকে শক্তিশালী করার সুযোগ দেয় এ সম্মেলন।’

লোয়জাগা আরও বলেন, এপিএমসিডিআরআর-২০২৪ চেয়ার, ‘সম্মেলনটি আমাদের অগ্রগতি অব্যাহত রাখার, আমাদের সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে তোলার এবং আমাদের সম্প্রদায় এবং বাস্তুতন্ত্র রক্ষার প্রতি আমাদের অঙ্গীকারকে শক্তিশালী করার একটি সুযোগ।’

সূত্র: সিনহুয়া

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা