সচিবালয় ঘেরাও এবং শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ঢাবি সাদা দলের

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ১৯:৪৪
অ- অ+

আনসার সদস্যদের বাংলাদেশ সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (২৬ আগস্ট) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আনসার বাহিনীর সচিবালয় ঘেরাও, উপদেষ্টাবৃন্দসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষকরা বলেন, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রীকে ঘেরাও কর্মকর্তা কর্মচারীদের আটকে রেখে দাবি আদায়ের অপচেষ্টা করেছে আনসার সদস্যরা।এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আনসার বাহিনীর মতো একটি সুশৃংখল বাহিনী দাবি আদায়ের নামে সচিবালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাকে কোনো সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আমরা মনে করি, কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে প্রকারান্তে অতীত স্বৈরাচারীর দোসরদের পুনর্বাসন তাদের নিরক্ষীয় বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা উপদেষ্টাসহ সচিবলয়ের কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা এবং ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট আনসার সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এসকে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা