নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও আমিন বাজার এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে জাকির হোসেন ও ইব্রাহিম নামে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান নিহত হয়েছেন।
সোমবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি চৌমুহনী অফিসের লাইনম্যান জাকির হোসেন ও আমিন বাজার জোনাল অফিসের লাইনম্যান ইব্রাহিম।
আমিন বাজার জোনাল অফিসের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহমেদ বলেন, বন্যার কারণে এলাকার বিভিন্নস্থানে বিদ্যুতের লাইনে ও খুঁটি পড়ে যায়। বিকালে আমিনবাজার এলাকায় ছিঁড়ে যাওয়া একটি বিদ্যুতের লাইন মেরামত করতে যায় লাইনম্যান ইব্রাহিম। পরে সন্ধ্যার দিকে আমরা জানতে পারি ইব্রাহিম বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তবে কীভাবে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা জানতে পারেনি।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মাসুদুর রহমান জানান, বিকালে মিরওয়ারিশপুর থেকে প্রায় অর্ধশত লোকজন চৌমুহনী অফিসে (সদর দপ্তর) আসেন। তখন তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মারমুখী আচরণ করেন। বন্যার কারণে তাদের লাইন বিচ্ছিন্ন হয়ে পানি পড়ে যাওয়ায় সেটি দ্রুত মেরামত করে সচল করতে বলে। এক পর্যায়ে বাধ্য হয়ে লাইনম্যান জাকির হোসেন ও রায়হান ওই এলাকায় যায়। কিন্তু লাইন ছিঁড়ে পড়া এলাকার পাশে পিডিবির অন্য একটি লাইন ছিঁড়ে পানিতে পড়ে থাকার বিষয়টি কেউ জানায়নি। ফলে লাইন মেরামত করতে গিয়ে পানিতে নামলে বিদ্যুতস্পৃষ্টে মারা যায় জাকির হোসেন। বর্তমানে নিহতদের মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/পিএস)

মন্তব্য করুন