শেখ হাসিনার নামে আরও ৫ হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৭:০৭
অ- অ+

ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও অন্তত পাঁচটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে দুইটি, ডেমরা, যাত্রাবাড়ী ও মিরপুর থানায় একটি করে মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে গত ১৯শে জুলাই মোহাম্মদপুরের বছিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় তার ভাই আয়নাল হক মামলাটি করেন। মামলায় শেখ হাসিনাসহ ২২ জনকে আসামি করেছেন তিনি। মোহাম্মদপুর থানাকে এই অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

শেখ হাসিনা ছাড়া অন্য আসামিদের মধ্যে আছেন— সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ একাধিক পুলিশ কর্মকর্তা।

মোহাম্মদপুর থানা এলাকায় আরেকটি হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, গত ৫ আগস্ট আন্দোলনের সময় গুলিতে রাজধানীর ডেমরার সানারপাড়ে মিরাজ হোসেনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন তার ভাই খোরশেদ আলম মিয়া।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন তিনি। আদালত ডেমরা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন।

এ মামলায় উল্লেখ্যযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর-রশীদ।

এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ নম্বরে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে নাহিদুলের ভাই মো. সবুজ মামলার আবেদন করেন। আদালত জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার ভাই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা শেখ ওয়ালী আসিফ ইনান, রিয়াজ মাহমুদ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার বিশ্বাস।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে ঠিকানা পরিবহন বাসের হেলপার দুলাল ওরফে সেলিম নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত দুলালের ভাই মোস্তফা কামাল মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, রমেশ চন্দ্র সেন, আসাদুজ্জামান নুর, মশিউর রহমান মোল্লা সজল, সাদ্দাম হোসেন শেখ ওয়ালী আসিফ ইনান, সজল কুন্ড।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার 
‘নির্বাচন দিয়ে জনগণের মনের আশা পূরণ করুন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা