আরজি কর কাণ্ডের জেরে কনসার্ট পেছালেন শ্রেয়া ঘোষাল

কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। জানালেন এই ঘটনার প্রতিবাদে তিনি তার কনসার্ট পিছিয়ে দিচ্ছেন। তবে আবার কবে সেই শো হবে সেটা এখনই ঘোষণা করেননি। সবার মতো তারও এখন একটাই দাবি, নির্যাতিতা যেন বিচার পায়।
শ্রেয়া ঘোষাল সামাজিক মাধ্যমে লেখেন, ‘কলকাতার বুকে যে বর্বর এবং পাশবিক ঘটনা ঘটেছে সেটার জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। আমি একজন নারী হয়ে মেয়েটার সঙ্গে যে আচরণ করা হয়েছে, যে বর্বরতার শিকার হয়েছে, সেটা ভাবলেই যেন শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে। তাই ব্যথিত হৃদয় এবং অত্যন্ত মনোকষ্ট নিয়ে জানাচ্ছি যে, আমি এবং ইশক এফএম আমাদের কনসার্ট শ্রেয়া ঘোষাল লাইভ, অল হার্টস ট্যুর ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট পিছিয়ে দিচ্ছি।’
গায়িকা লেখেন, ‘কনসার্টটি ১৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সেটা অক্টোবর মাসে হবে।’ তবে অক্টোবর মাসে কবে হবে সেটা শ্রেয়া তার পোস্টে জানাননি। জানানো হয়েছে আগামীতে তারিখ ঘোষণা করা হবে।
শ্রেয়া তার পোস্টে আরও লেখেন, ‘আমি আশা করব, আমার বন্ধুরা এবং ভক্তরা এটা মেনে নেবেন এবং বুঝবেন। আমাদের পাশে থাকবেন। সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকুন এই অমানবিক পশুদের লড়াইয়ের বিরুদ্ধে।’
শ্রেয়া ঘোষালের সহকর্মী তথা ভারতের অন্যতম ব্যস্ত এবং খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং ইতোমধ্যে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি একটি গানও বেঁধে ফেলেছেন।
(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন