কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলায়ন করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ৬ আগস্ট তিনি কারাগার থেকে পালিয়ে যান।
সোমবার সকালে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া এণ্ড লিগ্যাল উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে গত ৬ আগস্ট বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘বিদ্রোহের সময়’ দেয়াল টপকে ২০৯ বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে একজন এমদাদুল হক গন্ডার।
১১ বছর আগে রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যায় এমদাদুল হক ওরফে গন্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। ২০২২ সালের ৩০ মে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন