কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সিফাত ও রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের রবিউল ইসলামের সন্তান। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে রবিউল ইসলামের বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।

ঘটনার আগে সিফাত পুকুরপাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। এই দৃশ্য দেখে বোন রিয়া মনি ভাইকে উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে তারা দুজনই ডুবে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কাশিপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা। ছোট ছোট দুই ভাইবোন অপ্রত্যাশিতভাবে মারা গেলো। ওদের পরিবারসহ এলাকাবাসী খুবই মর্মাহত।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :