হাসানুল হক ইনুর আরও ৫ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান ইনুকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করা হয়। ইনুর পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ২৭ আগস্ট ইনুকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
সেদিন মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ইনুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মোরাদ খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ২৬ আগস্ট জাসদ সভাপতি ইনুকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন