হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সাত দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে আদালতে আনা হয়।

এদিন আদালতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন>> সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন আটক

আরও পড়ুন>> গত তিন মেয়াদের চারজন আইজিপি, কে কী পুরস্কার পেলেন- জেনে নিন বিস্তারিত

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে সাবেক এই পুলিশপ্রধানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

শহীদুল হক দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলায় শহীদুল হকের পৈতৃক বাড়ি। নড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক তার ছোট ভাই। তবে শরীয়তপুর-১ আসনে তার বাড়ি রয়েছে এবং ছোটবেলা থেকে সেখানে পড়াশোনা করেছেন ও বড় হয়েছেন। তাই তিনি শরীয়তপুর-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

তিনি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাটইমস/০৪সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার 
‘নির্বাচন দিয়ে জনগণের মনের আশা পূরণ করুন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা