অপহরণ মামলায় আট দিনের রিমান্ডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬
অ- অ+

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

রাজধানীর হাজারীবাগ থানার একটি অপহরণ মামলায় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে পুলিশ তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার কাফীর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।

ওইদিনই কাফীর পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে রাত ১০টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

আরও পড়ুন>> সাভারে পুলিশ কর্মকর্তা কাফী-শাহিদুলের নেতৃত্বেই চলে তাণ্ডবলীলা

ডিবি পুলিশ সোমবার গোপনসূত্রে আব্দুল্লাহিল কাফীর পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয়।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আব্দুল্লাহিল কাফীর বিরুদ্ধে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ৫ আগস্ট বিকালে আশুলিয়ায় নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহিল কাফী, যিনি পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছিলেন।

(ঢাকাটাটইমস/০৪সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা