অপহরণ মামলায় আট দিনের রিমান্ডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী
ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগ থানার একটি অপহরণ মামলায় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে পুলিশ তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার কাফীর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।
ওইদিনই কাফীর পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে রাত ১০টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।
আরও পড়ুন>> সাভারে পুলিশ কর্মকর্তা কাফী-শাহিদুলের নেতৃত্বেই চলে তাণ্ডবলীলা
ডিবি পুলিশ সোমবার গোপনসূত্রে আব্দুল্লাহিল কাফীর পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয়।
গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আব্দুল্লাহিল কাফীর বিরুদ্ধে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ৫ আগস্ট বিকালে আশুলিয়ায় নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহিল কাফী, যিনি পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছিলেন।
(ঢাকাটাটইমস/০৪সেপ্টেম্বর/এফএ)