এবার এক হত্যা মামলায় শামীম-আইভী আসামি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম (২৯) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে (৩ সেপ্টেম্বর) মিনারুলের ভাই মো. নাজমুল হক (৩৪) সিদ্ধিরগঞ্জ থানায় ১৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসলের সাংসদ কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ মহানগর আ:লীগ সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ আ:লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মামলার এজাহারের উল্লেখ করা হয়, নিহত মিনারুল ইসলাম পেশায় পোশাককর্মী ছিলেন। গত ২০ জুলাই মিজমিজির মজিববাগ এলাকার মজিব ফ্যাশনের সামনে রাত সাড়ে ৭টার দিকে চলতি পথে গুলিবিদ্ধ হন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/মোআ)