শোভাযাত্রা ও পোস্টার-ব্যানার নিষিদ্ধ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪
রাজধানীর শাহবাগে সাকুরা মার্কেটের ওপরে একটি বিজ্ঞাপনী বিলবোর্ডের ওপর বিএনপি সমর্থিত জিয়া মঞ্চের ফেস্টুন, যা আওয়ামী লীগ সরকার পতনের পর লাগানো হয়

দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। এতে দলীয় কর্মীদের উদ্দেশে শোভাযাত্র ও ব্যানার ফেস্টুনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রবিবার রাতে দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরণের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানযটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

চিঠিতে এ-ও বলা হয়েছে, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রঙ-বেরঙয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী-জমি দখলকারী বিএনপির কর্মী নয়: নয়ন

ডেঙ্গু প্রতিরোধে দুই দিনের কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির

আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে: ডা. জাহিদ 

আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম: ডা.শফিকুর রহমান

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর খবর প্রকাশে বিএনপির সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে: মুন্না

ডেঙ্গু প্রতিরোধে ওষুধের গুণগত মান ঠিক রেখে স্প্রে করার আহ্বান আমিনুল হকের

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আওয়ামী অস্ত্রধারীদের গ্রেপ্তারে পোস্টারিং চাইলেন ববি হাজ্জাজ

গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে: আমান

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :