শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর শাহবাগ মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে তানিয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতা তানিয়া বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। তার বাবার নাম ইস্কানদার সরকার। বর্তমানে আজিমপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে, দুই মেয়ের জননী ছিলেন তিনি।
তানিয়ার স্বামী হাসিবুর রহমান বলেন, ‘আমি পিজি হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কাজ করি। তানিয়া আমার ছোট মেয়ে তাসফিয়াকে নিয়ে আজিমপুরের ভাড়া বাসা থেকে দুপুরে পিজি হাসপাতালের মোড়ে আসছিল। দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল। শাহবাগ মোড়ে এসে আমাকে ফোন দেয়। আমি মোড়ে তাদেরকে দাঁড়াতে বলি। ওই সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাদের দিকে আসতে থাকে। সে সময় তানিয়া মেয়ে তাসফিয়াকে সরাতেই রিকশাটি তার উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ওই রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তানিয়া।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এলএম/এসআইএস)