নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে গণতান্ত্রিক সংলাপ

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় সংলাপে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামান। সংলাপে সভা প্রধানের দায়িত্ব পালন করেন ডাসকো জেলা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

উপস্থিত ছিলেন নাটোর সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন, ডাসকো ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও প্রকল্প সমন্বয়কারী এনামুল হক খান লিটন, ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম ও ডাসকো ফাউন্ডেশনের এফএফ সুনীল কুমার রায় সহ নাটোর জেলা ইউনিটের এফএফবৃন্দ।

সংলাপে স্কুলের পরিবেশ শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা প্রদানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ফলপ্রসু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। প্রতিমাসে নারী নির্যাতন, বাল্যবিয়ে, মাদকসেবন প্রতিরোধে সচেতনামূলক আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রতিটা ক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখছে। নারীরা তাদের মেধা, শ্রম, সাহসিকতা, শিক্ষা ও নেতৃত্ব দিয়ে আমাদের দেশ গঠনে কাজ করে যাচ্ছেন এবং একই সঙ্গে ভূমিকা রাখছেন একটি স্বাবলম্বী শিক্ষিত প্রজন্ম গঠনে।

সোমবার (৯ সেপ্টেম্বর) নাটোর শহরের ভিক্টোরিয়া লাইব্রেরীতে অনুষ্ঠিত এই সংলাপে গ্রাম, ইউনিয়ন, উপজেলা-জেলা পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং সিএসও’র ৩০ জন সদস্যরা অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :