হ্যান্ডকাফ-জ্যাকেটসহ ১০ ভুয়া র‍্যাব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬
অ- অ+

দেশব্যাপী দুর্নীতি বিরোধী চলমান অভিযানকে পুঁজি করে দুর্নীতিগ্রস্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের দুর্বলতার সুযোগ নিয়ে ‘র‍্যাব সদস্য’ পরিচয়ে অর্থ আদায় করছিল একটি চক্র। এমন অভিযোগে ১০ জন ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাজী রাকিবুর রহমান ওরফে রাকিব (৩৫), খন্দকার আল ফয়সাল (৩৫), মো. রাসেল(৩২), মো. জিলানী (২৬), মো. সুজন মিয়া (৪০), মো. শওকত (৪২), এইচ এম রনি (৩০) , মো. গোলাম মোস্তফা (৩৬), আমর নাহিল (২৯) এবং আশরাফুর রহমান (৩২)।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড, ৭টি মোটরসাইকেল, ৫টি ভুয়া আইডি কার্ড, ৪টি র‍্যাব জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ সেট এবং নগদ ৫৯ হাজার ৩০০টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কতিপয় সক্রিয় সদস্য অসৎ উদ্দেশ্যে দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযান চলমান থাকাবস্থায় দুর্নীতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি, বেসরকারি কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের দুর্বলতার সুযোগ নিয়ে ‘র‍্যাব সদস্য’ পরিচয়ে র‍্যাবের জ্যাকেট পরিধান ও র‍্যাবের ছদ্মবেশ ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ইত্যাদি আদায়সহ উত্তরা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের আনুমানিক ১৮/২০ জন সদস্য সু-কৌশলে এলোপাথাড়ি ভাবে দৌড়িয়ে ঘটনাস্থল হতে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা বিভিন্ন আলামতসহ প্রতারক চক্রের মূলহোতা কাজী রাকিবুর রহমান ওরফে রাকিবসহ ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা