ডিবি কার্যালয়ে সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবুসহ চারজন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্তে আটককৃত বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব ও প্রাইভেটকারচালক সেলিমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সোমবার রাত ১১ টার পরপর কালো রংয়ের একটি মাইক্রোবাসে তাদেরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ডিবির একটি সূত্র জানায়, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় হত্যা মামলা হয়েছে। যেকোনো একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে।
এর আগে সোমবার বিকাল ৩টায় গ্রেপ্তারকৃত আসামিদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করে ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশ।
সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএম/এসআইএস)