শেখ হাসিনার নামে আরও এক হত্যা মামলা, আসামি সানজিদা-অপু উকিল-ডেইজি

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে সোহেল রানা মৃত্যুর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ছোট ভাই জুয়েল। মামলায় আসামির তালিকায় রয়েছেন— সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, অপু উকিল এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাজী সেলিম, মির্জা আজম, পংকজ দেবনাথ, শেখ ফজলে নুর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, শাহরিয়ার কবির, লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, মোতাহের হোসেন প্রিন্স, সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসাইন,সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিমনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যান সোহেল রানা। সেখানে অন্যান্য আসামিদের নির্দেশে পুলিশের পোশাক পরিহিত লোকের গুলিতে গুলিবিদ্ধ হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আরজেড/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা