চবির নবাগত উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, কী তার পরিচয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ইয়াহইয়ার বাড়ি খুলনা জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগ থেকে ১৯৭৫-৭৯ সালে স্নাতক ও ১৯৮০-৮১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনি দুর্নীতির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৯৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তার গবেষণার মূল ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সমসাময়িক রাজনীতি, দুর্নীতি, ধর্ম, নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতি। তিনি দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেছেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।
গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান:
ড. আখতারের লেখালেখি মূলত গবেষণামূলক এবং তিনি রাজনীতি ও সমাজতত্ত্ব বিষয়ে বহু প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন। তার লেখা বই ‘ইলেকটোরাল করাপশন ইন বাংলাদেশ’ (২০০১), যা ইংল্যান্ডের অ্যাশ গেট পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত, পশ্চিমা ও প্রাচ্যের প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানীদের সমাদর পেয়েছে। এছাড়াও তার ‘রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিকীকরণ: প্রসঙ্গ বাংলাদেশ’ (১৯৯১), ‘নির্বাচন, দুর্নীতি ও রাজনীতি’ (২০০৩) এবং ‘চারদলীয় জোট সরকারের দেশ শাসন’ (২০০৩) বইগুলোও বহুল পঠিত হয়েছে। তার প্রবন্ধ ও গবেষণা অনেক আন্তর্জাতিক জার্নাল এবং সেমিনারে প্রকাশিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার লেখা ‘দুর্নীতি রোধে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক রিসার্চ মনোগ্রাফ প্রকাশ করেছে।
অধ্যাপক ইয়াহ্ইয়া বিভিন্ন বিষয়ে অন্তত ২৫টি বই রচনা করেছেন সেগুলো হলো—শিক্ষকতা পেশা ব্যতিক্রমী নেশা, প্রসঙ্গ নির্বাচন কমিশন, বাংলাদেশি নির্বাচন, সংকট ও গতিপ্রকৃতি, রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিকীকরণ: প্রসঙ্গ বাংলাদেশ, শিক্ষা ও সংস্কৃতি ভাবনা, Electoral Corruption in Bangladesh, বাংলাদেশে নির্বাচনি দুর্নীতি: স্বরূপ ও প্রবণতা, অভিনব নির্বাচন অসহিষ্ণু সরকার, দশম সংসদ নির্বাচনের পূর্বাপর, বিডিআর বিদ্রোহ, প্রাথমিক বিশ্লেষণ, মহাজোট সরকারের বিকাল বেলা, নির্বাচন কমিশনের আমলনামা, মহাজোট সরকারের দুই বছর, সন্ত্রাস দুর্নীতি আগ্রাসন, অভিনব সরকার ব্যতিক্রমী নির্বাচন, সরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, জোট শাসনামল, রাজনীতির চালচিত্র, দুর্নীতি, নির্বাচন ও রাজনীতি, স্বরূপ বিশ্লেষণ ও সংকট উত্তরণ, চারদলীয় জোট সরকারের দেশ শাসন, দুর্নীতির স্বরূপ অন্বেষণ: বাংলাদেশ
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএস)