৬ দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। এদিন সকাল থেকে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী সদস্য আলমগীর জুয়েল।

তিনি জানান, পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অতিরিক্ত অর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিল আমদানি-রপ্তানিকারকরা। পরে পানামা পোর্ট লিংক লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-আমদানি-রপ্তানিকারকরা জেলা প্রশাসকের সঙ্গে বসে এর সুষ্ঠু সমাধান করার পর আজ থেকে স্থলবন্দর চালু হয়।

তবে আগের অবস্থানে পানামা পোর্ট লিংক লিমিটেড কার্যক্রম করলে আবারও আমদানি-রপ্তানিকারকরা কঠোর অবস্থানে যাবে বলে জানান আলমগীর জুয়েল।

এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, ‘পানামার কার্যক্রম চালু ছিল, তবে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা