এনআইডি আবেদনে তথ্য ঘাটতি থাকলেই বাতিল নয়, কর্মকর্তাদের সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৬| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২
অ- অ+

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের সঙ্গে তথ্যের ঘাটতি থাকলে তা বাতিল না করতে মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেননা, এমন নির্দেশনা দেওয়া হলেও অনেক কর্মকর্তা তা মানছেন না।

সংস্থাটির এনআইডি শাখার উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ এরইমধ্যে নির্দেশনাটি সব মাঠ কর্মকর্তাকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি সেসব আবেদন বাতিল না করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে হার্ডকপিতে প্রতিবেদন প্রেরণের সময় ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে।

এ সংক্রান্ত পূর্বে নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা/থানা/রেজিস্ট্রেশন অফিসার যেসব আবেদনে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি, সেসব আবেদন বাতিল করেছেন। তাই যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা নেই, সেসব আবেদন বাতিল না করে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে তার প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা