সুনামগঞ্জে ৩৯৭ মণ্ডপে পূজার প্রস্তুতি

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে। দুর্গাপূজাকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে সংশ্লিষ্টদের।
গত বছর ২০২৩ সালে জেলায় ১২টি উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা ছিল ৪২৬টি।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলার ৩৯৭টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা মিলে এবার ৪৯টি, ছাতক উপজেলায় ৩৪টি, জগন্নাথপুর উপজেলায় ৪১টি, দিরাই উপজেলায় ৬০টি, শান্তিগঞ্জ উপজেলায় ২১টি, জামালগঞ্জ উপজেলায় ৪৫টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৫টি, শাল্লা উপজেলায় ২৬টি, তাহিরপুর উপজেলায় ২৭টি, দোয়ারাবাজার উপজেলায় ১৯টি, ধর্মপাশা উপজেলায় ১৯টি এবং মধ্যনগর উপজেলার ৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মণ্ডপ সংশ্লিষ্টরা জানিয়েছেন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন তারা। কারণ তাদের প্রধান ও বড় ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা। তাই অন্যান্য বছরের মত প্রশাসনসহ সকল স্তরের মানুষ সহযোগিতা করছে।
সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানিয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে সকল প্রস্তুতি গ্রহণসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার জন্য তিনি আহ্বান জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি।
(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন