দেশে ফিরলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০
অ- অ+

আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার সকাল ৯টায় তুরস্ক থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

সংবর্ধনার সময় মাহমুদুর রহমান তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই শহীদের আমরা কখনো ভুলবো না।”

এসময় তিনি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনার আমলে সারাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৪টি মামলা হয়েছিল। ২০১০ সালের জুন মাসে প্রথমে দফায় দৈনিক আমার দেশ বন্ধ করে দেয় তৎকালীন সরকার। একইসঙ্গে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর ২০১৩ সালের ১১ এপ্রিল আবারও আমার দেশ বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয় মাহমুদুর রহমানকে।

এরপর অনেক দিন তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে একটি মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা