বগুড়ায় আ.লীগ ও যুবলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৮:২৯
অ- অ+

বগুড়ায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগ যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার ফুলতলা নন্দীগ্রাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারওই সাতজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ফুলতলা থেকে গ্রেপ্তার তিনজন স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। এর মধ্যে ফুলতলা এলাকার ঝন্টু মিয়ার বিরুদ্ধে দুটি হত্যাসহ ১২টি, মানিক হোসেনের বিরুদ্ধে দুটি এবং শহরের চককানপাড়া এলাকার বাপ্পী মিয়ার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

অপরদিকে নন্দীগ্রামে গ্রেপ্তার চারজনকে বিএনপির সমাবেশে হামলা ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয় বরে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তারা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, পৌরসভার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম, আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ভাটরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম।

এর আগে ১৪ সেপ্টেম্বর উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার সংলগ্ন স্কুলমাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গত ১৫ সেপ্টেম্বর থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ১১১ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা