বিদ্যুৎ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব, এলজিইডি সচিব ওএসডি
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন দুই সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএম/এসআইএস)