গুরুদাসপুরে জলাবদ্ধতায় পচে নষ্ট হচ্ছে খেতের ধান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ২০:৪৬
অ- অ+

মাঠের ধানে থোর গজিয়েছে। অনুকূল পরিবেশ পেলে দিন পনেরোর মধ্যে থোর ভেদ করে জমবে দুধসর। অথচ গত কয়েক দিনের বর্ষণেই রোপা আমন খেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পুকুরের পাড়গুলো কৃত্রিম বাঁধ সৃষ্টি করেছে পানি নিষ্কাশনের পথে। ফলে জলাবদ্ধতায় খেতেই পচন ধরেছে ধান গাছে।

নাটোরের গুরুদাসপুরের বামনকোলা ও গারিষাপাড়া বিলের ১শ বিঘা জমির ফসল এখন পানির নিচে। স্থায়ী জলাবদ্ধতার শঙ্কায় রোপা আমন ধান বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের দাবি, এই বিলে অন্তত ২ হাজার বিঘা ফসলি জমি রয়েছে। তুলনামূলক উঁচু হওয়ায় এসব জমিতে বছরজুড়েই ফসল ফলানো যেত। কিন্তু ফসলি জমিতে অবৈধভাবে যত্রতত্র পুকুর খনন করায় বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এই সংকট তৈরি হয়েছে গত প্রায় ১৫ বছর ধরে। তখন থেকেই তিন ফসলি জমিতে বছরে একটি ফসল উৎপন্ন করতে পারছেন কৃষক। বেশিরভাগ সময় জমিগুলো পানিতে ডুবে থাকায় অন্য দুই ফসল চাষাবাদ করা সম্ভব হয় না।

গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দেওয়া তথ্য মতে, গত ১৩ বছরে গুরুদাসপুর উপজেলায় ফসলি জমি কমেছে ১ হাজার ৫১০ হেক্টর। কমে যাওয়া এসব জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে শুধু গাড়িষাপাড়া আর বামনকোলা বিল নয় উপজেলার অন্তত ২০টি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মারাত্মক ফসলহানির মুখে পড়েন কৃষকেরা।

বামনকোলা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, বামনকোলা বিলের পাঁচ বিঘা জমিতে রোপা আমনের চাষ করেন তিনি। তাও জলাবদ্ধার শঙ্কায় দুশ্চিন্তায় পড়তে হয়। অথচ একই জমিতে একসময় তারা বছরে তিন ফসল উৎপাদন করতেন। পুকুর খননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ায় বছরের বেশিরভাগ সময় তার জমিটি পানির নিচে থাকে।

স্থানীয় কৃষক রফিক হোসেন, আবুল হোসেন, আসাদ মোল্লা, লেদু প্রামানিকসহ অন্তত ২০ জন কৃষক জানান, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হলে বিলের জমিতে তারা আগের মতো তিন ফসল চাষ করতে পারবেন। এ কারণে তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সোমবার মানববন্ধন করেছেন। এতে গ্রামের শত শত কৃষক উপস্থিত হন।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, দুইটি বিলের অন্তত ১শ বিঘা জমির রোপা আমন ধান পানির নিচে রয়েছে। প্রতি বছরই এই দুই বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ক্ষতির মুখে পড়েন কৃষক।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, কৃষকের স্বার্থে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করে বিল দুটিকে তিন ফসল চাষের উপযোগী করে তোলার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা