জাতীয় পার্টিকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে যা লিখলেন সারজিস-হাসনাত
দেশ সংস্কার, আগামী নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তালিকায় আছে জাতীয় পার্টিও।
তবে এই দলটিকে সংলাপে ডাকা ভালো চোখে দেখেননি জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
এর মধ্যে জাতীয় পার্টিকে ‘মেরুদণ্ডহীন’ এবং ‘ফ্যাসিস্ট’ উল্লেখ করে তাদেরকে সংলাপে ডাকার প্রতিবাদ জানিয়েছেন সারজিস আলম। তুলেছেন প্রশ্ন।
সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সারজিস লিখেছেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকে?’
অন্যদিকে, বর্তমানে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার দিনগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন তিনি।
হাসনাত তার পোস্টে লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।’
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এজে)