জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ০০:৪৮
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

বুধবার আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর নিয়োগ করা হলো।

অধ্যাপক মো. লুৎফর রহমান ১৯৯৩ সালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান এবং স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হলের প্রোভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির নির্বাচিত কাউন্সিল সদস্য।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা