সেনাবাহিনী প্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদের সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ সেনাসদরে বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা’। বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা উৎসবটি অত্যন্ত ধর্মীয় মর্যাদায় ও ভাবগম্ভীর্যে উদযাপন করে থাকেন। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পল্লী, জনপদ ও বিহারগুলোতে সপ্তাহব্যাপী বিবিধ কর্মসূচি আয়োজন করা হয়।
এ উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উৎসবে অংশগ্রহণের জন্য সেনাপ্রধানকে আমন্ত্রণ জানান তারা।
এসময় সেনাবাহিনী প্রধান সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ‘শুভ প্রবারণা’ ও ‘কঠিন চীবর দান’ উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ব্যক্তিগতভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসবসমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান এবং প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান।
সেনাপ্রধান জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে।
সেনাপ্রধান বলেন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী তার নিজ নিজ ধর্মীয় উৎসবসমূহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন— এই প্রত্যাশা সেনাবাহিনীর।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসআইএস)