ব্যর্থ আয়রোন ডোম

উত্তর ইসরায়েলে সেনাক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ২৩:২৬| আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫০
অ- অ+
ড্রোন হামলার পর হতাহতদের উদ্ধারে তৎপরতা

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রোন ডোমকে ফাঁকি দিয়ে উত্তর ইসরায়েলের বিনয়ামিনা এলাকায় একটি সেনাক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনী হিজবুল্লাহ। এতে পঞ্চাশের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

রবিবার রাতে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাঙ্ক পরিষেবা ‘ম্যাগেন ডেভিড অ্যাডম’ এর প্রধান এলি বিন বলেছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কোনো কোনো গণমাধ্যমে ৩ জন নিহতের তথ্যও বলা হয়েছে।

বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। নাগরিকরা ছোটাছুটি শুরু করেন। অ্যাম্বুলেন্স ও বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোকে আহতদের সরিয়ে নিতে দেখা যায়।

টাইমস অব ইসরায়েল প্রথমে ২০ জন হতাহতের তথ্য দিলেও পরে চ্যানেল টুয়েলভের বরাতে এ সংখ্যা পর্যায়ক্রমে ৪০ ও ৬৭ করা হয়।

ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানায়, প্রথমে দুটি আত্মঘাতি ড্রোন ইসরায়েলের দিকে যায়। এয়ার ডিফেন্স সিস্টেম একটিকে সমুদ্রের ওপর ধ্বংস করতে পারলেও দ্বিতীয় ড্রোনটিকে পারেনি। সেটি বিনয়ামিনা এলাকার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। হামলার আগে ওই এলাকায় কেন সাইরেন শোনা যায়নি সামরিক বাহিনী তা তদন্ত করছে।

নির্বিচার বোমা হামলা ও আগ্রাসনের প্রতিবাদে শনিবার ইসরায়েলে তিন শতাধিক রকেট ও মিসাইল ছুড়ে হিজবুল্লাহ বাহিনী। এর জেরে প্রায় ৩ হাজার ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি হয়েছে। এর একদিন না যেতেই ফের ড্রোন হামলায় কাঁপল ইসরায়েল। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা গোলানি ব্রিগেডের ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ভয়ংকর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেপ্তার ৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা