সিরাজদিখানে হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:১৩
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেখা রাণী দাস (৬৫) ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার বোন রেখা রাণী দাসকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে তার পাসের বাড়ির শিহাব নামের একটি ছোট ছেলে ডেকে নিয়ে যায়। পরে সে আর রাতে বাড়িতে না ফেরায় রাতেই তার ছেলে মেয়েরা খোঁজাখুঁজি করে। সকালে তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখে। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা লাশ থানায় নিয়ে যায়।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

(ঢাকা টাইমস/১৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা