প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুর্নগঠন
বাংলাদেশে কর্মরত দেশি-বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর সংক্রান্ত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুর্নগঠন করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইব্রাহিম ভূঞা।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২-এর অনুচ্ছেদ ০৫ অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের নির্মিত ‘প্লেস এ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করা হলো।
কমিটির অন্য ৭ সদস্য হলেন— মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর; মহাপরিচালক, জনকূটনৈতিক অনুবিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়; উপসচিব (প্রেস-২), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; উপসচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; মো. সাজেদুল হক, প্রধান বার্তা সম্পাদক, দৈনিক মানবজমিন; জনাব জিয়াউল কবির সুমন, চিফ নিউজ এডিটর, দিগন্ত টেলিভিশন; মো. মাহবুবুর রহমান (মাহবুব রনি), সম্পাদক, দি ডেইলি ক্যাম্পাস ডট কম।
কমিটির কার্যপরিধি:
১. প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি স্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু ও নবায়নের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
২. প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত সকল আপত্তি/অভিযোগ, শুনানি ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৩. প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।প্রজ্ঞাপন আরও বলা হয়, এ কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে ইতোপূর্বে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।
(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমআর)
মন্তব্য করুন