প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুর্নগঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ২৩:০৬
অ- অ+

বাংলাদেশে কর্মরত দেশি-বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর সংক্রান্ত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুর্নগঠন করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইব্রাহিম ভূঞা।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২-এর অনুচ্ছেদ ০৫ অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের নির্মিত ‘প্লেস এ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করা হলো।

কমিটির অন্য ৭ সদস্য হলেন— মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর; মহাপরিচালক, জনকূটনৈতিক অনুবিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়; উপসচিব (প্রেস-২), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; উপসচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; মো. সাজেদুল হক, প্রধান বার্তা সম্পাদক, দৈনিক মানবজমিন; জনাব জিয়াউল কবির সুমন, চিফ নিউজ এডিটর, দিগন্ত টেলিভিশন; মো. মাহবুবুর রহমান (মাহবুব রনি), সম্পাদক, দি ডেইলি ক্যাম্পাস ডট কম।

কমিটির কার্যপরিধি:

১. প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি স্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু ও নবায়নের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

২. প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত সকল আপত্তি/অভিযোগ, শুনানি ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৩. প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

প্রজ্ঞাপন আরও বলা হয়, এ কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে ইতোপূর্বে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি’
তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি
ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র চর্চার আহ্বান তারেক রহমানের
১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা