‘দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছে।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ‘দলের প্রতিটি নেতাকর্মীকে গঠনমূলক রাজনীতি করতে হবে’ অপরাজনীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনসহ নানা বিষয়ে সংস্কার কাজ করছে। সংস্কার শেষ হলে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাবে।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাহীন আলম প্রমুখ।(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন