বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন শীর্ষক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১৮:০৩
অ- অ+

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন (বিসিওএফ) নামক একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম ভবনের লেভেল ১০-এ সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এর আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপদস্হ কর্মকর্তা এবং সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত নির্বাহী প্রধানগণসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাবৃন্দ বিসিওএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে তাদের উজ্জীবিতকরণের মধ্যদিয়ে সুনাগরিকের গুণাবলী অর্জনে কাজ করবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার প্লাটফরম হিসেবে বিসিওএফ এর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও একাত্মবোধ জাগ্রতকরণ এবং সর্বাত্মক আন্ত-যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বার্থসংশ্লিষ্ট ন্যায় ও যৌক্তিক দাবিসমূহ আদায়েও সম্মিলিতভাবে কাজ করবে।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা