ডেনমার্ক আ. লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত এবং দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় কোপেনহেগেনের অ্যামাগারের একটি পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খোকন মজুমদার ও পরিচালনা করেন সামী দাস।
এসময় বক্তব্য দেন আলী মোহাম্মদ লিংকন, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, নিজাম উদ্দিন, জাহিদ চৌধুরী বাবু, আ ন ম আব্দুল খালেক আরিফ, সাব্বির আহমেদ, নাঈম উদ্দিন খান, বোরহান উদ্দিন, মোছাদ্দেকুর রহমান রাসেল, শামীম খালাশী, জামীল আক্তার কামরুল, রাসেল আহমেদ, আকাশ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ থেকে বিদেশে পাঠানো হয়। এরপর বাঙালির স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। ঢাকাসহ সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল এবং মুক্তি সংগ্রামের স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়।
বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দেশে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, সন্ত্রাস চলছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে শেখ রাসেলের জন্মবার্ষিকী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)
মন্তব্য করুন