ইরানে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র-ফ্রান্স-রাশিয়া-জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৪, ২১:৩৯| আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২৩:০৬
অ- অ+

গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার তেহরানের মেল্লাত সিনেপ্লেক্সে ৪১তম তেহরান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএসএফএফ) উদ্বোধন করা হয়েছে।

উৎসবে প্রদর্শনী তালিকায় রয়েছে ৫৯টি শর্ট ফিকশন ফিল্ম, ২১টি অ্যানিমেশন মুভি, ১৮টি ডকুমেন্টারি এবং নয়টি এক্সপেরিমেন্টাল ফিল্ম। ভারত, চীন, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, গ্রিস, ফ্রান্স, প্যালেস্টাইন, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ইতালি এবং কিউবা থেকে চলচ্চিত্রগুলি জমা দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে উৎসব সম্পাদক মেহেদি আজারপেন্দার বলেন, ‘অ্যা ফেন্সিফুল ওয়ার্ল্ড’ স্লোগানে এই উৎসব শুরু হয়েছে। অবশ্যই আমরা জানি যে, আমরা এখন যে পৃথিবীতে বাস করি তা মোটেই অভিনব নয়। তবে আমরা এমন একটি সময়ের জন্য আশা করি যখন পৃথিবীতে একজন মহান মানুষ থাকবে, এটিকে আরও চমতকার করে তুলবে। একজন মহান ব্যক্তি যিনি শিশুদের হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তাই আমরা আর এই দুঃখজনক দিনগুলির সাক্ষী নই।

অনুষ্ঠানে জলিল শাবানি, রেজা দাউদনেজাদ, বিতা ফারাহি, মেহেদি খলিলি, পারভানে মাসুমি, হোসেইন সেপাহভান্দ, সাইদ রাদ, সদরউদ্দিন হেজাজি, মোহাম্মদ জাফর বাগেরিনিয়া, নাসের সহ গত বছর মারা যাওয়া ইরানি চলচ্চিত্র ব্যক্তিদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রবীণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক নিমা আব্বাসপুর, প্রয়াত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ জাফর বাঘেরিনিয়া এবং প্রয়াত পরিচালক ও চিত্রনাট্যকার বাহারে লালেহির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তেহরান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। সূত্র: তেহরান টাইমস

ঢাকাটাইমস/২১অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেপ্তার ৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা