নিষেধাজ্ঞায় কাবু হয়নি ইরান, ওষুধ উৎপাদনে ৯৯ ভাগ স্বনির্ভর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৪, ২২:৩৫
অ- অ+

ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানাতে শত শত মার্কিন নিষেধাজ্ঞার পরও কাবু করা যায়নি দেশটিকে। সমরাস্ত্র থেকে ওষুধ- সব ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইসলামি বিপ্লবের দেশটি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ওষুধ উৎপাদনে ৯৯ ভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

মোহাম্মদ হোসেন নিকনাম পূর্ব ভূমধ্যসাগরের জন্য হু আঞ্চলিক কমিটির (আরসি৭১) ৭১তম অধিবেশনের ফাঁকে ‘পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব’ শীর্ষক একটি অধিবেশনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান তার ওষুধের চাহিদার ৯৯ শতাংশ উৎপাদন করে এবং একতরফা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় বড় ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে। এসব পণ্যের উন্নত উৎপাদন ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানের গ্যারান্টি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক দপ্তরের (ইএমআরও) পরিচালক হান্না হাসান বলখি ইরানের স্বাস্থ্য খাতকে এই অঞ্চলের জন্য একটি রোল মডেল বলে অভিহিত করেছেন। সূত্র: মেহর নিউজ ও তেহরান টাইমস

ঢাকাটাইমস/২১অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেপ্তার ৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা