মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ১৫:১৮| আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৩৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়াতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রাতঃভ্রমণকারীরা ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তারা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তারা।

মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে সকাল ৬টা ৪১ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করেছে বলে তিনি জানান। জয়দেবপুর রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা