ফেনীতে নুসরাত হত্যা মামলা
পিবিআইয়ের সাবেক প্রধানসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান ডিআইজি বনজ কুমারসহ ফেনী পিবিআইয়ের সাত কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ইমরান হোসেন মামুনের মা নুর নাহার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে মামলার আবেদন করেন।
মামলার আবেদনে অভিযুক্তরা হলেন, পিবিআইয়ের সাবেক প্রধান ডিআইজি বনজ কুমার, পুলিশ সুপার মাঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, ওসি শাহ আলম, পিবিআই উপপরিদর্শক সন্তোষ চাকমা, রতেপ চন্দ্র দাস ও লুৎফর রহমান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, সোনাগাজী ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তের স্বচ্ছতা ও রায়ের বিষয়ে শুরু থেকেই এক ধরনের সমালোচনা চলে আসছিল। ওই মামলার ১ নং সাক্ষী ছিলেন পিবিআইয়ে কর্মরত পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বাবলু। তিনি গত ১২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ওই মামলার তদন্ত চলাকালে নিয়মবহির্ভূতভাবে আসামিদের নির্যাতন ও তাদের পরিবার থেকে অর্থ আদায়ের বিষয়টি ছড়িয়ে দেন। এর আগেও আসামিপক্ষ থেকে বহুবার পিবিআইয়ের বিরুদ্ধে অর্থ আদায়সহ নানা অভিযোগ ওঠে।
এরই প্রেক্ষিতে বুধবার নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েদি ইমরান হোসেন মামুনের মা নুর নাহার বাদী হয়ে ফেনীর আদালতে পিবিআই প্রধানসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও আসামির স্বজনদের থেকে অন্তত ৭৭ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ তুলে মামলার আবেদন করেন।
বিচারক বাদীর মামলাটি গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। তবে কোনো আদেশ দেওয়া হয়নি।
এদিকে নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামির স্বজনরা একই অভিযোগের প্রতিকার চেয়ে মামলাটির পুনঃ তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
(ঢাকাটাইমস/২৪অক্টোবর/মোআ)

মন্তব্য করুন