ময়মনসিংহে কর্মসংস্থান ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৬
অ- অ+

কর্মসংস্থান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজনে SPCSSECP কর্মসূচির আওতায় ময়মনসিংহ অঞ্চলের উদ্যোক্তাগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের SPCSSECP এর প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের SPCSSECP এর পরিচালক কাজী তামান্না হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান-এর সভাপতিত্বে অংশগ্রহণকারীদের নিয়ে লার্নিং সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, SPCSSECP এর অতিরিক্ত পরিচালক রোজিনা আক্তার মুস্তাফী ও উপপরিচালক মো. মেহেদী হাসান সোহাগ।

সভায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণের সাথে SPCSSECP কর্মসূচি বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

অতিথিবৃন্দ আগত উদ্যোক্তাগণের এ কর্মসূচির সুবিধা/অসুবিধা বিষয়ে অবগত হন এবং যথাযথ পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুযোগ কাজে লাগিয়ে অধিক পরিমাণে উদ্যোক্তাগণকে আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকের সার্বিক কর্মপরিবেশ উন্নয়নসহ গ্রাহক সেবার মানোন্নয়নের ওপর আলোকপাত করেন।

এছাড়াও তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে গ্রাহক সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন।

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা