নিষেধ কেটেছে, সাজেকে বেড়ানোর পথ খুলল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৩:১৯| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:২৯
অ- অ+

দেশের অভ্যন্তরে বেড়ানোর আকর্ষণীয় পয়েন্ট পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি। দীর্ঘ এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙ্গামাটির এই পর্যটন স্পট।

গত ১ নভেম্বর রাঙ্গামাটি জেলায় পর্যটক আগমনের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সাজেকে যেতে খাগড়াছড়ি সড়কপথ ব্যবহারসহ বিভিন্ন কারণে রাঙ্গামাটির সাজেকের ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি জেলায় পর্যটক আগমন উন্মুক্ত করে দেওয়ায় খাগড়াছড়ি হয়ে পর্যটকেরা রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে অনায়াসে যেতে পারবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বলেন, ‘পর্যটকদের সার্বিক নিরাপত্তাসহ সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র।

এদিকে পুনরায় পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত করায় পর্যটন খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে। ভ্রমণ পিপাসুরা এখন আগের মতো পাহাড়ের সৌন্দর্যে মাতোয়ারা হয়ে এখানে ভিড় জমাবেন বলেই তাদের প্রত্যাশা।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা