কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ১৯ ইউপি সদস্য আটক, গোপন বৈঠকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১৮| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫৫
অ- অ+

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশের অভিযোগ।

শুক্রবার গভীর রাতে শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন।

তবে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, কোনো গোপন বৈঠক নয়। মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। গোপন বৈঠক প্রধান সড়কের পাশে এত মানুষের অংশগ্রহণে হয় না।

পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম বলেন, 'আমাদের মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। কিন্তু এভাবেই আমাদের ভাইদের আটক করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে হোটেল ঘেরাও করায় আতঙ্ক সৃষ্টি হয় হোটেলটির আশপাশের এলাকায়। অনেক পর্যটককে হোটেল থেকে বের হয়ে চলে যেতে দেখা যায়।

ঢাকাটাইমস/০৯নভেম্বর/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভারত-বাংলাদেশ সীমান্তগুলোতে কোনো ধরনের আতংক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
বগুড়ায় কয়েল কারখানায় জরিমানা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা