ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই আটকের পর ছাড়া, যা বলল পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৪:৩৪
অ- অ+

শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ।

জানা যায়, এদিন চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বরের একটি ফ্ল্যাট থেকে বাবুকে আটক করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। কিন্তু রবিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, ‘মূলত জিজ্ঞাসাবাদের জন্যই বাবুকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্বন্ধী নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল বলে জানা যায়। ভগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। ফলে তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা